মতলব উত্তরে আমের মুকুলের সমারোহ

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

মতলব (চাঁদপুর) সংবাদদাতা
বসন্তের শুরুতেই চাঁদপুরের মতলব-উত্তর উপজেলায় প্রকৃৃতিতে ভিন্নমাত্রা যোগ করেছে আমের সোনালি মুকুল। উপজেলার বিভিন্ন এলাকার আমগাছে মুকুল আসতে শুরু করেছে। এখানকার বাতাসে ভাসছে মুকুলের মো মো গন্ধ। উপজেলার একাধিক আমবাগান ঘুরে দেখা গেছে, সারি সারি গাছে এখন মুকুলের সমারোহ। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা। পুরো মুকুল বের হতে আরও কয়েক সপ্তাহ লাগবে। পোকার আক্রমণ থেকে বাঁচতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের কীটনাশকও ব্যবহার করছেন চাষিরা। লাভজনক হওয়ায় উপজেলায় প্রতিবছর কৃষি জমিতে বাড়ছে আমের আবাদ। এখানকার উৎপাদিত আম এলাকার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী গ্রামের মানিক ঢালীর আঙিনার কয়েকটি আমগাছে মুকুল এসেছে। এ ছাড়াও পাঁচানী, ঠাকুরচর, কলাকান্দা, নাউরী, আমিনপুর, সর্দারকান্দি, সুজাতপুর এলাকার অনেক বাড়ির আঙিনায়, পুকুর ধারে আমগাছে মুকুল ধরেছে। ছেংগারচর বাগান মালিক রাব্বানী জানান, দুই সপ্তাহ আগে থেকে তার বাগানের আমগাছে মুকুল আসা শুরু হয়েছে। রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষায় স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ছিটিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন তিনি।