ময়মনসিংহ ক্যান্ট. কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী ২৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় প্রধান অতিথির সহধর্মিণী বেগম রেহানা শামীম, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ জালাল উদ্দীনসহ সেনা-বেসামরিক কর্মকর্তা, অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 'মুজিব জন্মশতবার্ষিকী' শিরোনামে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ক্রিকেট সাফল্য, প্রধানমন্ত্রীর দেয়া সরকারের বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপেস্ন প্রদর্শন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জয়নুল হাউজ আর রানার আপ হয় ঈশাখাঁ হাউজ। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।