অজ্ঞাত রোগে মৃতু্য

ঠাকুরগাঁওয়ে আইইডিসিআর'র ৪ সদস্যের বিশেষজ্ঞ দল

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাত রোগে দুজনের মৃতু্য ও তিনজনের অসুস্থ হওয়ার ঘটনায় স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রাগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)'র চার সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে মৃতু্যর কারণ নিশ্চিত করতে মৃতদের বাড়ি ও আশপাশের এলাকা থেকে নমুনাও সংগ্রহ করেছেন তারা। এর আগেও সোমবার রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন তিনজন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন মেডিকেল টিমের সদস্যরা। স্বাস্থ্য বিভাগের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)'র চার সদস্যবিশিষ্ট মেডিকেল টিমের সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. ওমর কাইয়ুম, এফটিপিবি ফেলো ডা. কাজী করিম তাহমিনা, মেডিক্যাল টেকনোজিস্ট কাজী মাসুম ও মনির উদ্দীন। তাদের সাথে ঘটনাস্থলে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, আইইডিসিআর'র টিম নমুনা সংগ্রহ শেষ করে ঢাকায় পাঠাবেন। সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রতিবেদন প্রদান করলেই জানা যাবে মৃতু্যর সঠিক কারণ। এর আগে শুক্রবার রাতে হঠাৎ হাফিজুলের স্ত্রী মিনা বেগম মৃতু্যবরণ করেন। এরপর শনিবার রাতে আবারও হাজিরুলের স্ত্রী পশিনা বেগম হঠাৎ করে বমি করা শুরু করলে তাকে বালিয়াডাঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেয়ার পরে তাকে বাসায় নিয়ে আসা হলে রোববার ভোরে বাবার বাসায় মারা যান তিনি। পরে আবারও পরিবারের তিনজন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।