আর কত বয়স হলে ভাতা পাবেন ছমিরন!

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

ইমারত হোসেন, কালিয়াকৈর
আর কত বয়স হলে ভাতা পাবেন! ৮০ বছর বয়সি মৃতু্য পথযাত্রী বিধবা ছমিরন! কান্নাজড়িত কণ্ঠে এমনি আকুতি জানাচ্ছিলেন ওই বৃদ্ধা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাবো দক্ষিণপাড়া এলাকার ছমিরন বেগমের বয়স ৮০ বছর হলেও আজও দেখতে পাননি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড। এমনকি নিজের কোনো ঘর না থাকায় রোদ, বৃষ্টি বা শীতে গাছতলায় কাটিয়ে দিয়েছেন জীবনের প্রায় ৩০ বছর। বয়সের ভারে শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেন না। তিনি উপজেলার মৌচাক ইউনিয়নের বরাবো দক্ষিণপাড়া গ্রামের মৃত মুনতাজ আলীর স্ত্রী। সরেজমিনে গেলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, ৩০ বছর ধরে তার স্বামী ও রোগগ্রস্ত এক মেয়েকে নিয়ে ওই স্থানে বসবাস করে আসছিলেন। নিজের জমি ও টাকা না থাকায় কোনো ঘর নির্মাণ করতে পারেননি। ৬ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তার আয়রোজগার করার কোনো লোক নেই। একটি মাত্র মেয়ে অসুস্থ হয়ে প্রায় ২০ বছর ধরে বিছানায় শুয়ে খেয়ে না খেয়েই দিন কাটিয়ে দিচ্ছে। আশপাশের লোকজন যা দেয় তাই তারা মা ও মেয়ে খান। এভাবেই চলছে ছমিরনের সংসার। ছমিরন বেগম উলেস্নখ করেন মেম্বার-চেয়ারম্যানরা তাদের কোনো বিধবা ভাতা বা বয়স্ক ভাতার কার্ডসহ কোনো সহযোগিতা করে না। এ ব্যাপারে ইউএনও কাজী হাফিজুল আমিন রুমেল জানান, বিষয়টি তার জানা ছিল না। সরেজমিনে দেখে তার জন্য আবাসন ও আর্থিক সাহায্যের ব্যবস্থা করবেন।