বদরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৫

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর বালাপাড়ায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, বদরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ গোলজার হোসেনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে জ্যেঠাতো ভাই নূর আলম ও আব্দুল হাকিমের। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রায় ৪০ বছর ধরে ওই জমি ভোগদখল করে আসছেন গোলজার হোসেন। সোমবার সকালে ওই জমি চাষাবাদ করতে গেলে নূর আলম ও আব্দুল হাকিমের পরিবারের সদস্যরা বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মারামারিতে গুরুতর আহত হন নারীসহ ১৫ জন। এরা হলেন- বালাপাড়ার সাদেকুলের স্ত্রী রওশন আরা, জোহানুর রহমানের স্ত্রী রফিকা বেগম, আক্তার হোসেনের স্ত্রী নারগিস বেগম, সবুজ ইসলামের স্ত্রী তসকিনা, শফিকুল ইসলামের স্ত্রী রেহেনা পারভিন, রফিক উদ্দিনের স্ত্রী আসিমন নেছা, শাহজাহানের স্ত্রী শামসুন্নাহার, আব্দুল হাকিমের স্ত্রী মাহফুজা খাতুন এবং মধুপুর ইউনিয়নের কাজীরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রহিম। বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, দু'পক্ষই মামলা করেছে। আসামি পালাতক, তাদের ধরতে জোর তৎপরতা চলছে।