নাটোরে পাঁচ পুলিশ সদস্যের কারাদন্ড

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে চাকরি নেওয়ার অপরাধে ৫ পুলিশ কনস্টেবলকে আড়াই বছর করে কারাদন্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক খোরশেদ আলম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের লালপুরের বিলমাড়ীয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাজেদুর রহমান সাজিদ, আব্দুস সাত্তার ওরফে দেলুর ছেলে জুবায়ের ওরফে পলাশ, নলডাঙ্গা উপজেলার কাঠোয়াগাড়ি গ্রামের বাবলু মোলস্নার ছেলে সাইদুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আমির আলী ও গুরুদাসপুর উপজেলার হাসমারি গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে রফিকুল ইসলাম। মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে জাল মুক্তিযোদ্ধা সনদ প্রদর্শন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ নেন তারা। পরে ট্রেনিংয়ের সময় পুলিশি ভেটিংয়ে তাদের জাল সনদের তথ্য পাওয়া যায়। এরপর জেলা পুলিশ লাইনের আরওওয়াই ইন্সপেক্টর মামুনুর রশিদ ওই পাঁচজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর-৩২/১২)। মামলা দায়েরের পর তৎক্ষণাৎ তাদেরকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্তরা আদালতের মাধ্যমে জামিনে বের হন। দীর্ঘদিন মামলার সাক্ষ্য প্রমাণের পর মঙ্গলবার মামলার শুনানির দিনে তারা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক খোরশেদ আলমের আদালতে হাজিরা দিতে আসলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।