'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র উদ্বোধন শিক্ষা উপমন্ত্রীর

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল -যাযাদি
শিক্ষার মাধ্যমে সমাজ পরির্বতনের সেস্নাগানে ও উচ্চশিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়ায় নবপ্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'-এর যাত্রা গত বুধবার শুরু হয়েছে। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় শহরের দাতিয়ারা বাইপাস রোডে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের সামনে প্রধান অতিথি হিসেবে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাকার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার উপাচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, 'ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র ট্রাস্টি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া'র ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল) এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষম উন্নয়নে বিশ্বাসী। শুধুমাত্র কয়েকটি শহরকেন্দ্রিক উচ্চবিত্তের উন্নয়ন হবে সেই উন্নয়নে শেখ হাসিনার সরকার বিশ্বাস করেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, বিবিএ, এমবিএ, ইংরেজি ও সমাজবিজ্ঞান বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু করে।