জমিতে পানি না পেয়ে দিশেহারা কৃষক

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার, পিরিজপুর ইউনিয়নের ১নং ২ কিউসেক গভীর নলকূপ স্কিমের আওতাধীন সুলতানপুর মৌজার ম্যানেজার মো. রেনু মিয়ার স্কিমে কে বা কারা গত ৩১ জানুয়ারি রাতের বেলায় ৯০ মিটার বাড়ির পাইপের মধ্যে ১০ ফুট পাইপ কে বা কারা ভেঙে দেওয়ার কারণে ৩০ একর জমির কৃষকরা ইরি-বোরো জমি নিয়ে বিপাকে পড়েছেন বলে এলাকায় অভিযোগ রয়েছে। এসব ইরি-বোরো জমিগুলো বর্তমানে শুকিয়ে গেছে। অনেক জমিতে পানি না পেয়ে কৃষকরা হাহাকার করছেন। বৃহস্পতিবার সরেজমিন গেলে কৃষক বাচ্চু মিয়া, আছির উদ্দিন, মো. মুসু মিয়া, মো. নিবু মিয়া জানান, এই স্কিমে তাদের ১৪-১৫ একর জমি রয়েছে। এসব জমিতে বর্তমানে পানি না পাওয়ার কারণে ইরি-বোরো ধানের ফলন অর্ধেকে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আবার কারও কারও ধানের জমি পানি না পাওয়ার কারণে পরিত্যক্ত রেখেছেন। বৃহস্পতিবার দুপুরে পিরিজপুর ১নং ২ কিউসেক গভীর নলকূপের ম্যানেজার মো. রেনু মিয়া অভিযোগ করে বলেন, গত ৩১ জানুয়ারি গভীর রাতে প্রভাবশালী এক দল দুর্বৃত্ত ১০ ফুট বাড়ির পাইপ শাবল দিয়ে নষ্ট করে দিয়েছে। এতে তার মোট ক্ষতির পরিমাণ হয়েছে ২-৩ লক্ষ টাকা। তিনি বলেন, বর্তমানে তিনি এই গভীর নলকূপ চালাতে না পারলে পথে বসে যাবেন বলে উলেস্নখ করেন। কুলিয়ারচর বিএডিসি জোনের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এই স্কিমের ম্যানেজার মো. রেনু মিয়া সরকারি সম্পদ রক্ষা করেনি। তিনি বলেন, যে সরকারি সম্পদ রক্ষা করতে না পারে, তাকে এই স্কিমে রাখা যাবে না বলে উলেস্নখ করেন।