বামনায় শিক্ষকের বহিষ্কার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

বামনা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার বামনায় উত্ত্যক্তকারী শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন -যাযাদি
বরগুনার বামনায় বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আশ্রাফুল হাসান লিটনকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কলেজের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করে তারা। সমাবেশে ছাত্রীরা বলেন, ওই শিক্ষক কলেজের অনেক ছাত্রীকে ফেসবুকে ম্যাসেঞ্জারে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠায়। সাম্প্রতিক প্রাক্তন এক ছাত্রীর ম্যাসেঞ্জারে এমন ছবি ও ভিডিও পাঠালে ওই শিক্ষার্থী প্রতিবাদ করেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। সমাবেশে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির ছাত্রী নিপু আক্তার, জান্নাতি আক্তার, অনন্যা প্রমুখ। কলেজ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান বলেন, তাৎক্ষণিকভাবে সভা ডেকে অভিযুক্ত ওই প্রভাষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে।