আ'লীগের সম্মেলন ঘিরে রঙিন রাজশাহী নগরী

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
দীর্ঘ ৫ বছর পর আগামী ১ মার্চ রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে নগর রাজনীতি। পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন আর ব্যানারে নগরীর সড়ক ও মোড়গুলো রঙিন হয়ে উঠেছে। নগরজুড়ে সাজ সাজ রব। প্রতিদিন ওয়ার্ডগুলো সরগরম হয়ে উঠছে সম্মেলন সফল করার মিছিলে। তবে এবার নগর আওয়ামী লীগের শীর্ষ দুই পদে কে আসছেন তা নিয়ে নগরবাসীর মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা। সভাপতি পদে বর্তমান সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিকল্প দেখছে না নেতাকর্মীরা। ফলে এ পদ নিয়ে ভাবছেন না তারা। তবে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রয়েছেন ডজন খানেক নেতা। শীর্ষ এই পদপ্রত্যাশী বেশি হওয়ায় চলছে নানা জল্পনা-কল্পনা। বর্তমান সাধারণ সম্পাদক ডাবলু সরকার পদটি ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। পথে মাঠে সক্রিয় রয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক নাইমুল হুদা রানা ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। যাদের মধ্যে পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক কর্মকান্ডের সুবাদে বেন্টুর নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে শক্তিশালী অবস্থান ও সমর্থন রয়েছে। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের দৌড়ে এক ধাপ এগিয়ে রয়েছেন তিনি। এদের বাইরে সাধারণ সম্পাদক পদ পেতে তৎপরতা চালাচ্ছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নওশের আলী, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আরেক সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুসহ আরও কয়েকজন নেতা। \হযুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছে এবং দলের জন্য এখনো সরব রয়েছে। এ ধরনের নেতাদের নেতৃত্বে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা।