দেশের মানুষ সুচিকিৎসা পাচ্ছেন :চিফ হুইপ

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, খালেদা জিয়া যদি বাংলাদেশের চিকিৎসাসেবার ওপর আস্থা না রাখেন তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা কিভাবে আস্থা রাখবে। দেশের হাজার হাজার মানুষ সুচিকিৎসা পাচ্ছেন। শুক্রবার সকালে মাদারীপুরের শিবগঞ্জে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিকস ফোরাম ও ঢাকার শিবচর উপজেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ব্যবসায়ী মুনির চৌধুরী, বাংলাদেশ নিউট্রিশন অ্যান্ড ডায়টেটিকস ফোরামের সাধারণ সম্পাদক শামসুন্নাহার নাহিদ মহুয়া, সাংগঠনিক সম্পাদক তামান্না চৌধুরী প্রমুখ। চিফ হুইপ আরও বলেন, যারা রাজনীতি করেন তাদের উচিত চিকিৎসকদের বেশি করে অনুপ্রেরণা দেওয়া, উৎসাহিত করা। আমাদের চিকিৎসকরা ভালো, চিকিৎসা ব্যবস্থা ভালো। ঢাকার পাশেই শিবচর, পদ্মা সেতুর পাশাপাশি এই শিবচরকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।