বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাটে শ্রমিক বিক্ষোভ

প্রকাশ | ২৬ মার্চ ২০২০, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে চিনিকলের সামনের রাস্তায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় দুই শতাধিক শ্রমিক জড়ো হয়ে ৩ মাসের বকেয়া বেতনের দাবি জানান। এক পর্যায়ে তারা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু বকরকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বেতন পরিশোধের আশ্বাসের প্রেক্ষিতে ৩ ঘণ্টা পর ব্যবস্থাপনা পরিচালকের ঘরের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সহ-সভাপতি সমলেম হোসেন বিশ্বাস প্রমুখ। , সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল প্রমুখ। , প্রমুখ। \হসাংগঠনিক সম্পাদক সাকিম মাহমুদ প্রমুখ। শ্রমিকরা জানান, বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।