কুরিয়ারের গাড়িতে পণ্যের বদলে মানুষ!

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

রাজশাহী অফিস
করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা থেকে রাজশাহীতে কুরিয়ারযোগে পণ্যের বদলে মানুষ নিয়ে আসে আহমেদ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান। এ জন্য ওই কুরিয়ার সার্ভিসের এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট লোসনি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। লোসনি চাকমা বলেন, আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীকে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ ছাড়াও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আহমেদ কুরিয়ার সার্ভিসের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে। তিনি জানান, এক স্থান থেকে অন্য স্থানে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। গণপরিবহণও বন্ধ করে দেয়া হচ্ছে। এরপরও অতিরিক্ত টাকা নিয়ে ঝুঁকিপূর্ণভাবে আহমেদ পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যানে ঢাকা থেকে ৩৫ জনকে রাজশাহী আনা হয়েছিল। এ ছাড়াও রাস্তায় আরও বেশ কয়েকজনকে নামিয়ে দিয়েছে।