করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটিয়েছে জিএমপি

প্রকাশ | ২৭ মার্চ ২০২০, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে করোনার সংক্রমণরোধে জলকামান দিয়ে জীবাণুনাশক ওষুধ ছিটায় মহানগর পুলিশ -যাযাদি
গাজীপুর নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে জলকামান (ওয়াটার ক্যানন) দিয়ে মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জীবানুণাশক ওষুধ ছিটানো হচ্ছে। করোনাভাইরাস থেকে গাজীপুর মহানগরকে সুরক্ষিত রাখতে নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। বুধবার থেকে প্রতিদিন জিএমপির একটি ওয়াটার ক্যানন দিয়ে টঙ্গী, হোসেন মাকের্ট, গাজীপুরা, বোর্ড বাজার, চান্দনা-চৌরাস্তা, কোনাবাড়ি, কাশিমপুর, শিববাড়ি এবং পূবাইলের বিভিন্ন স্থানে বিকাল ৩টা থেকে জীবাণুনাশক ছিটানো হয়। জিএমপি কমিশনার আনোয়ার হোসেন জানান, প্রতিদিন দুইবার করে ওয়াটার ক্যানন দিয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে। \হপরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।