চিকিৎসকদের পিপিই বিতরণ এমপির

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে চিকিৎসকদের জন্য পিপিই বিতরণ করেন সংসদ সদস্য মোশাররফ হোসেন -যাযাদি
করোনা মোকাবিলায় ফরিদপুরে কর্মরত চিকিৎসকের জন্য ৫০০ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। শুক্রবার দুপুরে শহরের বদরপুরে নিজ বাসভবনে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব পিপিই তুলে দেন। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ৩০০ এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ২০০ পিপিই বিতরণ করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম, ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন টিটো চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, শহর আ'লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফোয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, বিগত ২৪ ঘণ্টায় ফরিদপুরে নতুন করে ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।