খোকসায় ওয়ার্ডবয় দ্বারা প্রসূতির অপারেশন!

ক্লিনিক সিলগালা

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় একটি ক্লিনিকে ওয়ার্ডবয় ডাক্তার সেজে প্রসূতির সিজার অপারেশন করার সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতেনাতে ধরা পড়েছে। ওয়ার্ডবয়কে কারাদন্ড, নার্স ও ক্লিনিক মালিককে জরিমানাসহ ক্লিনিকটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৯টার পর অভিযানটি পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। প্রসূতির পরিবার সূত্রে জানা গেছে, সন্তান সম্ভবা শ্রাবন্তীর (২৫) প্রসব বেদনা দেখা দিলে বুধবার সকালে পরিবারের সদস্যরা তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করে। স্বাস্থ্য কমপেস্নক্সের এক সিনিয়র স্টাফ নার্স ও স্থানীয় এক দালালের খপ্পরের পরে বৃহস্পতিবার ভোরে শ্রাবন্তীকে স্থানীয় আইডিয়াল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়। রাত ৯টায় প্রসূতির অবস্থা খারাপ হলে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ক্লিনিকের ওয়ার্ডবয় নোমান (৩০) ও নার্স রেশমা (২২) অপারেশন শুরু করেন। গোপন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম ক্লিনিকে অভিযান চালিয়ে অপারেশনরত ওয়ার্ডবয় নোমান ও রেশমাকে আটক করেন। আদালত তাদের কাছে বৈধ কাগজ চাইলে ক্লিনিক মালিক কাইসারুল আলম সৈয়দসহ সবাই দেখাতে ব্যর্থ হন। ডাক্তার সেজে প্রসূতির অপারেশনের দায়ে ওয়ার্ডবয় নোয়াবকে ২০ দিনের কারাদন্ড ও ভুয়া নার্স রেশমাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ক্লিনিক মালিককে একলাখ টাকা জরিমানাসহ ক্লিনিক বন্ধ করে দেন। রাতেই ক্লিনিক ফাঁকা করে রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগে পাঠানো হয়। দন্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. কামরুজ্জামান জানান, তার স্বাস্থ্য কমপেস্নক্সের একজন সিনিয়র স্ট্যাফ নার্স এ চক্রের সঙ্গে জড়িত। দায়ী নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ উপজেলা সদরের সব অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন বলে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ক্লিনিকে যান। সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। অপারেশন শেষ হওয়ার পর ওয়ার্ডবয় নার্সকে হাতেনাতে আটক করেন।