রামগঞ্জে ইউএনওর খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ | ২৮ মার্চ ২০২০, ০০:০০

লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগঞ্জে শতাধিক ছিন্নমূল ও শ্রমজীবীদের মধ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। বুধবার সকালে তিনি উপজেলার নুরপস্নাজা চত্বর, খাদ্যগুদাম চত্বর, সোনাপুর মোরগ বাজার, মাছ বাজার এলাকায় একটি পরিবারের এক সপ্তাহের নিত্যপণ্য বিতরণ করেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি এসব নিত্যপণ্য বিতরণ করেন। ইউএনও মুনতাসির জাহান জানান, তার এই সামান্য সাহায্যে পুরো উপজেলার গরিব-অসহায় মানুষের উপকার করা সম্ভব না। তাকে দেখে সমাজের বিত্তবানরা এ কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে হাটবাজার বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন ক্ষুদ্র ও ছিন্নমূল মানুষ। তাদের আয় রোজগারেই পুরো পরিবার চলে। তাই তিনি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এদিকে, সোনাপুর বাজারের সমীর রঞ্জন সাহা নামে এক ব্যবসায়ী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বাজারে প্রবেশ করার সময় প্রথমে বেশ কিছু দোকানদার ভ্রাম্যমাণ আদালতের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।