বিআইটিআইডির পরীক্ষায় ৮ জনের করোনা নেই

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) তে কিট আসার ৩ দিনে করোনা শনাক্তে সন্দেহজনক ১১ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের শরীরে করোনা ভাইরাস নেই বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া শুক্রবার তিনজনের নমুনা পরীক্ষার পর তা শনিবার সকালে আইইডিসিআরে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. এম এ হাসান জানান, হাসপাতালে করোনা শনাক্তের কিট আসার পর বুধবার ও বৃহস্পতিবার যে ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল তাদের কারো শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। এছাড়া শুক্রবার নেওয়া বাকি তিনজনের নমুনা পরীক্ষার পর তা শনিবার ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তারা প্রেস ব্রিফিং-এর মাধ্যমে সারা দেশের ফলাফলের সাথে এগুলোও সাংবাদিকদের অবহিত করবেন।