ভ্রাম্যমাণ আদালতের নামে প্রতারণা

চান্দিনায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ আটক ৪

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

চান্দিনা (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চান্দিনায় করোনা সতর্কতায় দোকান খোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণার সময় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চারজনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। শুক্রবার রাত ৯টায় উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে চার প্রতারকে ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আটক করা হয়। তাদের মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশও রয়েছে। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত গ্রামবাসী। আটকরা হলো কুমিলস্নার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের ফারুকের স্ত্রী মনি (২৯)। তিনি নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয়। তার স্বামী আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। স্থানীয় ওয়ার্ড মেম্বার মামুনুর রশিদ জানান- তীরচর গ্রামের মাদ্রাসা-সংলগ্ন এলাকায় বাবুল মিয়ার মুদি দোকানের সামনে এসে একটি মাইক্রোবাস থামে। গাড়ি থেকে আটক চারজন নেমে চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেন দোকান খোলা রাখার দায়ে দোকানিকে এক লাখ টাকা জরিমানা করে। দোকানদার বাবুল মিয়া টাকা দিতে ব্যর্থ হলে তাকে গাড়িতে তুলে নেয় প্রতারকচক্র। তিনি আরও বলেন, ঘটনাস্থলে এসে ওয়ার্ড মেম্বার হিসেবে পরিচয় দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে ওই নারী নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুরুষরা পুলিশ পরিচয় দেয়। তিনি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করে। পরে গ্রামের উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ আবুল ফয়সল বলেন, এ ঘটনায় ওয়ার্ড মেম্বার মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শনিবার সকালে আটকদের আদালতে পাঠানো হয়েছে।