মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে পুলিশের পোশাকে চাঁদাবাজি গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি
  ২৯ মার্চ ২০২০, ০০:০০

গাজীপুরের সদর ভাওয়ালগড় ইউনিয়নের মণিপুর খাসপাড়া এলাকায় শুক্রবার বিকালে পুলিশের পোশাক পরা অবস্থায় চাঁদাবাজি করতে গিয়ে নগদ টাকাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলো- রাজধানীর লালবাগ থানার কেলস্নাপার্ক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনির হোসেন (২৭), সহযোগী কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার ভাদেরা গ্রামের কাশেমের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩৮) ও বরিশাল জেলার গৌরনদী থানার চাদসী কাজীহার গ্রামের লালচাঁন বিশ্বাসের ছেলে রবিন বিশ্বাস (৩৫)।

জয়দেবপুর থানার ওসি মো. জাভেদুল ইসলাম জানান, গাজীপুরের মণিপুর খাসপাড়া এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা নিয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ থাকা দোকান-পাট খুলে দেওয়ার অনুমতি দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে প্রথম দুজনের গায়ে যথাক্রমে ঢাকা মেট্টোপলিটন পুলিশের এসআই এবং কনস্টেবলর্ যাঙ্ক ব্যাজ পরা ছিল। অন্যজন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা তাদের প্রতারণার কথা স্বীকার করেছেন।

তাদের কাছ থেকে নগদ টাকা ও পুলিশের পোশাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় চাঁদাবাজির মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94454 and publish = 1 order by id desc limit 3' at line 1