সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিচ্ছন্নতা অভিযান মতলব (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় করোনাভাইরাসের বিস্তার রোধে ছেংগারচর পৌরসভার উদ্যোগে পৌর শহর ও ওয়ার্ড পর্যায়ে জীবাণুনাশক ছিটিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহর ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক, দোকান ও বাসাবাড়িতে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে। ওই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ছেংগারচর পৌরসভার সচিব মো. শাহ সুফিয়ান খান। শনিবার সকালে পৌর এলাকায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জীবাণুনাশক স্প্রে করতে দেখা যায়। এছাড়া শুক্রবার দুপুরে পিকআপ ভ্যানে পরিচ্ছন্নতাকর্মীদের পৌর শহর ও অলিগলিতে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়। মাস্ক বিতরণ কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় শনিবার দুপুরে বেসরকারি সংস্থা পাথওয়ে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে। পাথওয়ের কলাপাড়া প্রতিনিধি গণমাধ্যমকর্মী উত্তম কুমার হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে মাস্কগুলো তুলে দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। উপকরণ প্রদান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবাদানের লক্ষ্যে দৌলতপুর হাসপাতালের চিকিৎসক ও নার্সদের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করেছে। চিকিৎসকদের জন্য ১০ সেট পিপিই, ১০টি এম ৯৫ মাস্ক, ৫০ পিচ হ্যান্ড গস্নাভস, ১৫০ পিচ সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। শনিবার বেলা ১২টায় উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব উপকরণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. অরবিন্দু পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মালেক উপস্থিত ছিলেন। প্রচারণা অব্যাহত কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাইবার জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছে। শনিবার সকালে উপজেলার দক্ষিণ বাজার ও উত্তরসহ বিভিন্ন স্পটে অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাইকিং, লিফলেট বিতরণ, মাস্ক পরতে উসৎসাহিত করাসহ বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ সময় মাইকে ওসি নজরুল ইসলাম বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি অনুরোধ জানান। সাবান বিতরণ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাসের জনসচেতনায় মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদের আয়োজনে বনপাড়া বাজারের দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাস প্রমুখ। জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে বনপাড়া বাজারে করোনাভাইরাস বিষয়ে জনসচেতনায় গুজবরোধ, স্যানিটাইজার তৈরির নিয়ম, করণীয়, সাবধানতা, প্রভৃতি বিষয় নিয়ে স্পষ্ট ধারণা এবং মাস্ক ও সাবান বিতরণ করা হয়। ক্রমান্বয়ে গোটা উপজেলায় এইসব কার্যক্রম পরিচালনা করা হবে। মাস্ক বিতরণ পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিলস্নুল হাকিম এমপির নির্দেশনায় শনিবার শহরের মাহমুদ পস্নাজা এলাকায় সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। পথচারী, ভ্যানচালক ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে এ মাস্ক বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, উপজেলা আ'লীগের সহসভাপতি ও পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ. কে এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা যুবলীগের যুগ্ম অহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।