সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিচ্ছন্নতা অভিযান পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ও লোকসমাগমের জায়গাগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। স্প্রে ছিটানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, জেলা পরিষদ সদস্য একেএম মাজহারুল ইসলাম রানা, হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম খোকন, পূর্বধলা প্রেসক্লাবের সেক্রেটারি মো. জায়েজুল ইসলাম প্রমুখ। এ সময় পূর্বধলা স্বাস্থ্য কমপেস্নক্স, মুক্তিযোদ্ধা কমপেস্নক্স ভবনের অস্থায়ী আইসোলেশন ক্যাম্প, উপজেলা পরিষদ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ স্থানের আশপাশ ও অন্যন্য জনাসমাগমের স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। ব্র্যাকের মাইকিং বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বেসরকারি সংস্থা ব্র্যাক। শনিবার ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়। লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতির পরিবেশিত সচেতনতামূলক বিভিন্ন গান ও সচেতনতামূলক বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রতিদিনই এই প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোয়াসহ বিভিন্ন কায়দায় জনসাধারণকে সচেতন করা হচ্ছে। ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, বকশীগঞ্জ ব্র্যাকের এলাকা কার্যালয়ের উদ্যোগে প্রতিদিনই করোনাভাইরাস সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন ৫টি অটোরিকশায় করে মাইকের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সামগ্রী বিতরণ বামনা (বরগুনা) প্রতিনিধি ্‌বরগুনার বামনায় বিভিন্ন ইউনিয়নে খেটে খাওয়া হতদরিদ্র জনগনের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা। শনিবার বামনা সদর ইউনিয়ন পরিষদে ত্রাণ নিতে আসা লোকদের নির্দ্দিষ্ট দূরত্বে রেখে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে উপজেলার বুকাবুনিয়া ও ডৌয়াতলা ইউনিয়নেও দরিদ্রদের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান, বামনা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সগির, সাইদুর রহমান সবুজ, মিজানুর রহমান, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল ও নৌবাহিনীর সদস্যবৃন্দ। লিফলেট বিতরণ জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে গোটা জেলায় পরিচ্ছন্ন উপকরণ বিতরণ ও সচেতনতায় লিফলেট, পোস্টারিং এবং মাইকিং করা হয়েছে। জয়পুরহাট জেলায় হতদরিদ্র জনসাধারণের জন্য ব্র্যাক হাত পরিষ্কার সামগ্রী হ্যান্ডওয়াশ, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ ছাড়া জেলায় লিফলেট বিতরণ, পোস্টারিং এবং অটোভ্যানে মাইকিং করা হয়। এ কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যাকের 'দাবি কর্মসূচির' আঞ্চলিক ব্যবস্থাপক ইমরুল চৌধুরী, প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক আহম্মেদ, দাবির এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, বিসিডিবির শাখা ব্যবস্থাপক শাহিনুর ইসলাম শাহিন, দাবির শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন, হিসাব ব্যবস্থাপক মীর্জা বাকের উদ্দিনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। সামগ্রী প্রদান আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের মধ্যে করোনা মোকাবিলায় স্প্রে মেশিন, বিস্নচিং পাউডার ও মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। শনিবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে পরিষদ কার্যালয়ে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামিরুল ইসলাম, চেয়ারম্যানদের মধ্যে মো. সোলাইমান, মো. ইয়াছিন হিরু, জানে আলম, শাহাদাত হোসেন চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাসনাইন জলিল শাকিল, এম এ কাইয়ুম শাহ, এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদার।