শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ২০ হাজার পরিবার পাবে চাল-ডাল

রাজশাহী অফিস
  ২৯ মার্চ ২০২০, ০০:০০
রাজশাহীতে জরুরি সভায় বক্তব্য রাখেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন -যাযাদি

করোনা ভাইরাসের কারণে আর্থিক সংকটে থাকা রাজশাহী নগরের ২০ হাজার দরিদ্র পরিবারকে চাল ও ডাল দেবে সিটি করপোরেশন। প্রতি পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এসব চাল-ডাল বিতরণ হবে। শুক্রবার সন্ধ্যায় নগর ভবনের সিটি হলরুমে করোনাভাইরাস বিস্তার রোধে জরুরি সভায় এসব তথ্য জানান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মেয়র লিটন বলেন, রাজশাহীবাসীকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই সংকটময় পরিস্থিতিতে নগরবাসীর পাশে সব সময় আছেন। আর্থিক সংকটে অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে শনিবার থেকে চাল-ডাল বিতরণ করা হবে।

সভায় মেয়র আরও বলেন, করোনাভাইরাস বিস্তার রোধে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বা করণীয় বিষয়ে সভা, ৩০টি ওয়ার্ডে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের সমন্বয়ে কমিটি গঠন, আপদকালীন খাদ্য সরবরাহ, ২০ হাজার মাস্ক তৈরি এবং অতিসত্বর বিতরণ, নগরীর ২৭টি পয়েন্টে সেনিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ৩০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান, সচেতনতা লিফলেট বিতরণ, মাইকিং, কেবল নেটওয়ার্কে এবং ডিজিটাল ডিসপেস্ন বোর্ডে প্রচার, মহানগরীর রাস্তা জীবাণুমুক্তকরণের কাজ চলমান, চিকিৎসকদের সুরক্ষায় চীন থেকে ৩০০ পিপিই ক্রয়, পরিচ্ছন্ন কর্মীদের জন্য নিরাপদ পোশাক, মাস্ক, হ্যান্ড গস্নাভস সরবরাহ ও স্প্রে মেশিন ক্রয় এবং ওয়ার্ড পর্যায়ে স্প্রে করা হচ্ছে। এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মেয়র লিটন।

সভায় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরীফ উদ্দিন, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<94461 and publish = 1 order by id desc limit 3' at line 1