ফরিদপুরে সহায়তা নিয়ে বাড়িতে ডিসি

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অতি দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা নিয়ে হাজির হলেন প্রশাসনের কর্ম ব্যক্তিরা। শনিবার দুপুরের ফরিদপুর জেলার সদর উপজেলার কানাপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে বিভিন্ন বাড়িতে বাড়ি গিয়ে এই খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোলস্না, নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত ফকির প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়ার কর্মী প্রশাসনের কর্মকর্তাদের সহায়তা করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল, ১০ কেজি চাল, দুই আলু, এক কেজি তেল, এক কেজি ডাল ও মাস্ক এবং হ্যান্ড সেনিটাইজার। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, জেলার নয় উপজেলায় এক যোগে অতি দরিদ্রদের তালিকা করে আমরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি খাদ্য সহায়তা প্রদান করছি। তিনি বলেন, জেলায় প্রথম দিনে ১৬ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া জেলায় ১২৯ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।