চাঁদপুরে চিকিৎসক-নার্সদের অর্ধেকই পিপিই পাননি

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
করোনাভাইরাস মোকাবেলায় চাঁদপুর জেলায় সরকারি হাসপাতালসমূহে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের অর্ধেকই পিপিই (পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট) পাননি। এতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সরা। সরকারি এক হিসেবে দেখা যায়, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার ৮টি সরকারি হাসপাতালের ২০৪ জন চিকিৎসক ও ২৪৯ জন নার্সসহ মোট ৪৫৩ জন নিয়োজিত রয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র ২২৪ জন চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। সকল চিকিৎসক ও নার্সদের জন্য পর্যাপ্ত পিপিই বরাদ্দ না আসায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সরকারিভাবে ৭৫টি ও বেসরকারিভাবে ২৩টিসহ মোট ৯৮টি বেড প্রস্তুত রয়েছে। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ভবনে ২৫ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য আমরা ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। চিকিৎসক ও নার্সদের পিপিইসহ অন্যান্য সামগ্রী ইতিমধ্যে তাদের কাছে এসে পৌঁছেছে। যেসব জিনিসের স্বল্পতা রয়েছে, তা পৌঁছে যাবে।