ফুলবাড়ীতে ৬৫ জন হোম কোয়ারেন্টিনে

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার পর্যন্ত ৬৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, এদের মধ্যে অধিকাংশ বিদেশ ফেরত ও তাদের পরিবারের সদস্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হোসেন বলেন, ৬৫ জন হোম কোয়ারেন্টিনে থাকলেও এখন পর্যন্ত তাদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। এদিকে এখন পর্যন্ত আসেনি স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার পোশাক পিপিই। ডা. হাসানুল হাসান বলেন, স্থানীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে স্বাস্থ্য কর্মী চিকিৎসক ও নার্সদের পিপিই ব্যবস্থা করে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, সর্দি-কাশি রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হয়েছে। এবং হাসপাতালেই ৫ শয্যা আইসোলেশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলেই তাকে আইসোলেশনে রাখা হবে।