লোহাগাড়ায় ছিটানো হলো জীবাণুনাশক স্প্রে

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

লোহাগাড়া (চট্টগ্রাম প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে বিস্নচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। শনিবার দুপুরের দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর সহায়তা নিয়ে উপজেলার বটতলী মোটর স্টেশনসহ এলাকায় জীবাণুনাশক কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ। তিনি জীবাণুনাশক ওষুধ মিশানো পাউডারের পাইপ নিজ হাতে নিয়ে স্টেশনের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক পানি ছিটাতে থাকেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল মতিন, কক্সবাজার ১০ ডিভিশনের মেজর শেখ ফয়সাল আহম্মেদ বশির। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বলেন, 'করোনা ঠেকাতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বটতলী মোটর স্টেশনসহ বিভিন্ন এলাকায় কীটনাশক পানি ছিটানো হয়েছে।'