আগুনে পুড়ল চার দোকান

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নে কোমরপুর বাজারে আগুনে পুড়ে চারটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কোমরপুর বাজারে কোনো একটি দোকানের বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন পাশাপাশি চারটি দোকানে দ্রম্নত ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে পাবনা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আমিরুল ইসলামের মুদিখানার দোকান, এজাজুল ইসলামের এজাজ ফার্মেসি, আতিয়ার রহমানের খাবার হোটেল ও আতিক হোসেনের চায়ের দোকান। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক ত্রম্নটি থেকে এ আগুন লেগেছে।