করোনা সংক্রমণের ভয়ে রমেক ছাড়ছে রোগীরা

প্রকাশ | ২৯ মার্চ ২০২০, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে রোগীশূন্য হওয়ার উপক্রম হয়েছে। অথচ কিছুদিন আগেও প্রতিটি ওয়ার্ডে রোগী ছিল গাদাগাদি অবস্থায়। রোগীর স্বজনদের অভিযোগ, করোনাভাইরাস সংক্রমণ আতঙ্ক ও সময়মত চিকিৎসা না পাওয়ার কারণে অনেকে হাসপাতাল ছাড়ছেন। সরেজমিন শনিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের শিশু, গাইনি, মেডিসিন, ডায়ালাইসিস ও হৃদরোগসহ বিভিন্ন ওয়ার্ডে হাতেগোনা কয়েকজন ছাড়া অনেকটা রোগীশূন্য। নার্স ও ইন্টার্ন চিকিৎসকের উপস্থিতি একেবারে কম। ইন্টার্ন চিকিৎসক সানজিদা তারিন জানান, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় পিপিইসহ প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ইন্টার্ন চিকিৎসকরা অনেকে হাসপাতালে আসছেন না। জরুরি বিভাগে থাকা এক রোগীর স্বজনদের অভিযোগ, আউট ও ইনডোরে চিকিৎসক পাওয়া যাচ্ছে না। চিকিৎসাসেবা না পেয়ে অনেকেই হতাশ। কিছুসংখ্যক চিকিৎসক থাকলেও তারা চিকিৎসাসেবা তেমন একটা দিচ্ছেন না। হাসপাতালে ডায়ালাইসিস করাতে এসেছিলেন রফিকুল ইসলাম গোলাপের স্ত্রী। তার অভিযোগ চিকিৎসক ও নার্স ঠিকমত না পাওয়ায় ডায়ালাইসিস করতে পারছেন না। জরুরি বিভাগে থাকা এক রোগীর স্বজন বলেন, তিনদিন ধরে রিপোর্ট দেখানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু ডাক্তার নেই। রংপুর মেডেকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে রোগীরা হাসপাতাল ছাড়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, চিকিৎসাসেবার অবহেলা হচ্ছে না। তিনি বলেন, বহির্বিভাগে সময় সংক্ষিপ্ত করা হয়েছে।