হবিগঞ্জে ৬০০ জনের কোয়ারেন্টিন শেষ

প্রকাশ | ৩০ মার্চ ২০২০, ০০:০০

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ দিন অতিবাহিত হওয়ায় হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টিন শেষ হওয়ার সনদপত্র পেয়েছেন ৬০৪ জন। নতুন ৭ জন অন্তর্ভুক্তি হওয়ায় বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে থাকার সংখ্যা ১ হাজার ১০০ জন। বিদেশ থেকে এসেছেন মোট ১ হাজার ৭১৯ জন। রোববার দুপুরে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন, আইসোলেশন এবং আক্রান্তের সংখ্যা এই জেলায় শূন্যের কোটায় বলেও জানিয়েছেন তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতি হিসেবে ৮টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ১৩৫টি শয্যা তৈরি রাখা হয়েছে। যাতে দায়িত্ব পালন করবেন ৫২ জন চিকিৎসক ও ৫৬ জন নার্স। অন্যদিকে জেলার ৯টি উপজেলায় অসচ্ছলদের মধ্যে ৮২ মেট্রিক টন চাল ও নগদ ৮ লাখ ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও তেল, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।