খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
হবিগঞ্জে দরিদ্রদের ত্রাণ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য আবু জাহির -যাযাদি
সারাবিশ্বে করোনাভাইরাসের কারণে বাংলাদেশে এর প্রভাব পড়ায় সারাদেশ লকডাউন ঘোষণা করেছে সরকার। এর ফলে আয়ের উৎস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দরিদ্র ও শ্রমজীবী মানুষ। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় দিনমজুরদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে জেলা-উপজেলা প্রশাসন। এছাড়াও বেশ কিছু ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এসব খাদ্যসামগ্রীর মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান দেওয়া হয়। সহায়তা বিতরণের সময় তাদের গৃহে অবস্থান নিশ্চিত করা এবং সাবান দিয়ে দিনে ৫ থেকে ৬ বার হাত ধোয়ার পরামর্শ প্রদান করা হয়। অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর : লোহাগড়া (নড়াইল) : পুলিশের বেতনের টাকায় হোম কোয়ারেন্টিন দরিদ্রদের মধ্যে মাথাপ্রতি দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে রোববার বিকালে নড়াইলের পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম (বার) এ চাল বিতরণ করেন। পুলিশ সুপার মো. জসীম উদ্দিন পিপিএম (বার) চাল বিতরণকালে বলেন, করোনা প্রতিরোধে সবাইকে বেশি বেশি সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। সরকারি নিয়ম মেনে চললে দেশের মানুষ করোনার থাবা থেকে মুক্তি পাবে। আনোয়ারা (চট্টগ্রাম) : করোনা মোকাবিলায় সরকারের নির্দেশনা মানতে গিয়ে ঘরে অবস্থানরত অসহায় মানুষের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক। গতকাল সোমবার সকালে আনোয়ারা উপজেলার হাজীগাঁও গুচ্ছ গ্রামে বসবাসরত মানুষের মাঝে তিনি ত্রাণ পৌঁছে দিন ও জেলাপর্যায়ে ত্রাণ বিতরণকার্যক্রমের শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার মফিজুর রহমান ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহামুদ। বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারসংলগ্ন এলাকায় তৃতীয় দিনে ৫০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান, ওই বাজারে জীবাণুনাশক ছিটানো ও জনসতেনতায় মাইকিং করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ওই কার্যক্রম পরিচালনা করা হয়। বোদা (পঞ্চগড়) : বোদা পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা গতকাল সোমবার প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। এ সময় পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকা দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। সোমবার দুপুরে তিনি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ২০টি পরিবারের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আল আমিনুল হক পাভেল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পত্নীতলা (নওগাঁ) : উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মো. লিটন সরকারের নেতৃত্বে খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন নজিপুর পৌরমেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মজিদ, সাংবাদিক দিলিপ চৌহান প্রমুখ। নেত্রকোনা : করোনাভাইরাস মোকাবিলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরীর নেতৃত্বে রোববার দুপুরে ছাত্রদল নেতৃবৃন্দ জেলা প্রেসক্লাবের সামনের সড়কে অসহায়, দুস্থ ও হত-দরিদ্র নিম্নআয়ের পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও স্যানিটাইজার বিতরণ করেছেন। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়হান ফারাস বাপ্পী, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন হাইউল, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, পৌর ছাত্রদল নেতা রাশেদুল ইসলাম জুয়েল, মো. আরিফ মিয়া, আবির হাসান হিমেল, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েতুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদল নেতা আলমগীর হোসেন সুমন, রবিউল আলম রবি, আবির হোসেন রাব্বী প্রমুখ। ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে করোনাভাইরাসে ঘরে থাকা গরিব ও অসহায় ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন ছাতক উপজেলা চেয়ারম্যান মরহুম সুজন মিয়া চৌধুরী ও সালিশ ব্যক্তিত্ব মরহুম আরজ মিয়া চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ছাতক পৌরসভার নিম্নআয়ের ৪ হাজার মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার পৌরসভা এলাকায় ৪ হাজার পরিবারে নিজ নিজ ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : করোনা পরিস্থিতিতে দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছে অসহায় ও দরিদ্র মানুষ। তাই করোনা মোকাবিলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আশ্রয়ণ কেন্দ্রগুলোর দুস্থ ও অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার পাটগাতী, বর্নি, কুশলী, গোপালপুর ইউনিয়নের ৯টা আশ্রয়ণ কেন্দ্র ও গুচ্ছ গ্রামের ৩শ পরিবারের মাঝে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক। গোপালগঞ্জ : গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে মানবিকতার টানে অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সোমবার দুপুরে তিনি সদর উপজেলার মানিকদাহ আশ্রয়ণ কেন্দ্রের অসহায় ১৭০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মানোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ : করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। রোববার দুপুর থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ শহর, শহরতলী ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে সহস্রাধিক লোকের হাতে খাবার তুলে দেন তিনি। এ সময় হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. সালেক মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। তিতাস (কুমিলস্না) : কুমিলস্নার তিতাসে উপজেলা পরিষদের অর্থায়নে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে কুমিলস্না জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্যসামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে তুলে দেন। খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, কুমিলস্না (উত্তর) জেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়াসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। মাদারীপুর : মাদারীপুর সদর, কালকিনি ও রাজৈর উপজেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সোমবার সকালে করোনাভাইরাসে গৃহবন্দি ও কোয়ারেন্টিনে থাকা হতদরিদ্র ৭ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোলস্নার নিজস্ব তহবিল থেকে রাজৈর ও সদর উপজেলার দুই হাজার অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। কালকিনিতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পক্ষে উপজেলা আওয়ামী লীগ তিন হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা চেয়ারম্যান মোতালেবা মিয়া, কালকিনি পৌরমেয়র এনায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর মামুন। টাঙ্গাইল : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মুহাম্মদ মোজাম্মেল হক। সোমবার (৩০ মার্চ) সকালে শহরের দিঘুলীয়াস্থ তার হক বিড়ি ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক ও এলাকার দরিদ্র তিন শতাধিক কর্মহীন মানুষের প্রতিজনকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও এক কেজি আলু বিতরণ করেন। এ সময় জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি চান মিয়া, হক বিড়ি ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মীর আ. সামাদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বকশীগঞ্জ (জামালপুর) : জীবিকার তাগিদে সাভার থেকে ছুটে এসেছেন বকশীগঞ্জে। বগারচর ইউনিয়নের সারমারা গ্রামে বেদে পলস্নী স্থাপন করেছেন ১৯টি বেদে পরিবার। সারাদিন সাপ খেলা দেখিয়ে যা আয় হয় তা দিয়েই সংসার চালাত তারা। কিন্তু হঠাৎ করে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ হলে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। সরকার গত ২৬ মার্চ থেকে সীমিত চলাচল ও সব ধরনের সভা, জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করলে বেকায়দার পড়ে যান বেদে পলস্নীর লোকজন। কয়েকদিন ধরে গ্রামে গিয়ে জনসমাগম করে সাপ খেলা দেখাতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে যায় বেদে সম্প্রদায়ের সদস্যদের। তাই বলে জীবন তো আর থেমে থাকে না। অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দুর্বিষহ অবস্থায় পরিবারের শিশুসহ নারীদের দিনানিপাত করতে হচ্ছে তাদের। বেদে পরিবারের এমন কষ্টের খবর পেয়ে রোববার রাতে সারমারা বেদে পলস্নীতে ছটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার। সেই বেদে পলস্নীতে ১৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, হাফ লিটার তেল, ১ প্যাকেট লবণ ও ২ কেজি আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকার। ইউএনও'র এমন মানবিক ভূমিকায় আশ্চর্য হয়ে যান বেদে পরিবারের লোকজন। তিনি আশ্বস্ত করেন সরকার এই দুঃসময়ে কর্মহীনদের মাঝে রয়েছে।