লাঠি নয় ফুল দিয়ে ঘরে ফেরালেন সেনা সদস্যরা

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মানুষকে ঘরে থাকা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ানো মানুষদের ফেরাতে লাঠিপেটা ও কান ধরে উঠবস করিয়ে যখন দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে, ঠিক তখনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে যৌথবাহিনী টহল ও ব্যতিক্রম প্রচারাভিযান চালিয়েছে। করোনাভাইরাস থেকে জনসচেতনতা সৃষ্টি করতে হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘরে থাকাসহ করোনা প্রতিরোধে নানা পরামর্শ প্রদান করা হয় এবং প্রচারপত্র বিলি করা হয়। প্রচারণাকালে রাস্তায় ঘোরাফেরা করা মানুষদের ফুল দিয়ে ঘরে ফেরার জন্য উৎসাহ যুগিয়েছেন যৌথবাহিনীর সদস্যরা। প্রচারণাকালে বাংলাদেশ সেনাবাহিনীকে হ্যান্ড মাইকে বলতে শোনা যায়, 'আপনাদের সকলের সুস্থতা আমাদের কাম্য। আমরা নিজেই সুস্থ থাকব, অপরকে সুস্থ রাখতে সহায়তা করব। আমরা ঘরেই থাকব, সুস্থ থাকব। মহান আলস্নাহ আমাদের সহায়।' উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর হ্যান্ড মাইকে করোনা রোগীর লক্ষণ ও প্রতিরোধের বিভিন্ন উপায় ঘোষণা করেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের পৌরসভা, হ্নীলায় করোনারোধে সচেতনতামূলক প্রচারণাকালে এমন দৃশ্য দেখা গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবুল মনসুর ও সেনাবাহিনীর টেকনাফ ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাইফুদ্দিনের নেতৃত্বে একটি যৌথ টহলদল করোনারোধে দিনব্যাপী প্রচারণা চালায়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমুখ। গত ছয় দিন ধরে উপজেলা শহরসহ গ্রামাঞ্চলের দোকানপাট বন্ধ ও বাজারে লোক সমাগম কমে গেছে। জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকদের ফুল দিয়ে ঘরে ফেরাতে সহানুভূতি দেখাচ্ছে প্রশাসন।