পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যা

চার জেলায় চার লাশ উদ্ধার

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় যুবক, পাবনায় কিশোর, খুলনার পাইকগাছা বাসচালক, কুড়িগ্রামের রাজারহাটে কিশোর ও চট্টগ্রামের লোহাগড়ায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিরদের পাঠানো খবর : আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় রায়পুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বার আউলিয়া ঘাটে বঙ্গোপসাগরের পাড়ে একটি অজ্ঞাত আনুমানিক ৪৩ বয়সের লাশের সন্ধান পাওয়া যায়। রোববার বিকাল সাড়ে ৫টায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন জানান, রোববার বিকাল সাড়ে ৫টায় সাগরের জোয়ারের পানিতে একটি অজ্ঞাত লাশ ভেসে আসলে লোকজন দেখে আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানায়। লাশটি ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগের। তার শরীর পচে গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি সদস্যের মুঠোফোনে খবর পেয়ে লাশটি পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। পাবনা : পাবনা সদর উপজেলায় ভাতিজা শাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা লকাই ঘোষের বিরুদ্ধে। রোববার দুপুরে শাকিবকে মারধর করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃতু্য হয়। মৃত শাকিব উপজেলার মালিগাছা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাইদার ঘোষের ছেলে। সে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিল। পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন আলম জানান, রোববার দুপুর ২টার দিকে বাড়ির পাশে ডোবায় মাছধরাকে কেন্দ্র করে চাচা লকাই ঘোষের সঙ্গে তার ভাতিজা শাকিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা লকাই ঘোষ ভাতিজা শাকিবকে চরথাপ্পড় মেরে ধাক্কা দেয়। এ সময় গাছের গুঁড়ির সঙ্গে শাকিবের মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে পড়ে। গুরুতর আহত হলে স্বজনরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে শাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসচালক মিলন দাশ (৫৫) ঋণের দ্বায়ে বিষপানে আত্মহত্যা করেছেন। সে পৌরসভার মৃত নারায়ণ দাশের ছেলে। রোববার রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। সোমবার সকালে পৌরসভার কেন্দ্রীয় শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। এ ঘটনায় থানায় অপমৃতু্য মামলা হয়েছে। রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে প্রেমে ব্যর্থ হয়ে গলায় রশি দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার উপজেলার ছিনাই ইউনিয়নের প্রত্যন্ত পলস্নী কিংছিনাই গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাজারহাট থানার এসআই ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান হাজিপাড়ায় ইছহাক মওলানার বাড়ির শফিক আহমদ নামে এক যুবক নিহত হয়েছে। রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়েছে। নিহত শফিক মৃত ইছহাক মওলানার দ্বিতীয় ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন যুবদলের নেতা বলে জানা যায়। নিহত শফিকের স্ত্রী কহিনুর আক্তার জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক ও তার দুই ছেলে জাহেদ ও শাহেদ শুভ তার স্বামীর ওপর হামলা চালায়। এ সময় তিনি এগিয়ে গেলে হামলাকারীরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ পোস্ট মর্টেমের জন্য নগরীর পাঁচলাইশ থানার সঙ্গে কথা হয়েছে।