সচেতনতার বিকল্প নেই :পুলিশ সুপার

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনায় সামাজিক দূরত্ব চিহ্ন উদ্বোধন করেন পুলিশ সুপার আকবার আলী মুনসী -যাযাদি
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেছেন, সবাই মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত পরিষ্কার, জরুরি কাজে বাইরে বের হলে অন্তত ৩ ফুট সামাজিক দূরত্বে চলাচল করুন। জরুরি প্রয়োজন ছাড়া এলাকাবাসীকে হাট-বাজার, রাস্তাঘাটে ঘোরাফেরা না করার জন্যও অনুরোধ জানানো হচ্ছে। রোববার শহরের মার্কেটের সামনের সড়কে পুলিশের উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পুলিশের দূরত্ব চিহ্ন আঁকা কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। নেত্রকোনার প্রধান প্রধান হাটবাজারের সামনের সড়কে লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্ধারিত দূরত্বে জেলা পুলিশের উদ্যোগে এসব চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান প্রমুখ।