শেখ হাসিনা দুর্যোগে মানুষের পাশে থাকেন :ক্যাপ্টেন তাজ

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের পাশে ছিল। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সবসময় গরিব-দুঃখী মানুষকে সহায়তা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকেন। তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা হতদ্ররিদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছি। দেশের গরিব এবং খেটে খাওয়া মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার জন্য পাঁচ হাজার বস্তা খাদ্যসামগ্রী বিতরণ করেছি।' সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে হতদ্ররিদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল-মামুন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাহ্‌ উদ্দিন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল-রহমান (জনি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান (উজ্জ্বল), ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কলেজ শাখার সভাপতি জামাল হায়দার, সাধারণ সম্পাদক আমান প্রমুখ। পরে তিনি বাঞ্ছারামপুর উপজেলার অসহায় হতদরিদ্রের মাঝে ছয় কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি আটা এবং একটি করে লাইফবয় সাবান বিতরণ করেন।