কটিয়াদীতে রোগীশূন্য স্বাস্থ্য কমপেস্নক্স

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এখন রোগীশূন্য। করোনাভাইরাস আতঙ্কে স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসার জন্য অন্যান্য অসুস্থতায়ও রোগী ভর্তি হচ্ছেন না। রোববার দুপুরে সরেজমিনে স্বাস্থ্য কমপেস্নক্সে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতালের ইনডোরে পুরুষ ওয়ার্ডে কোনো রোগী নেই। মহিলা ওয়ার্ডে ডায়রিয়ায় আক্রান্ত একজন রোগী চিকিৎসার জন্য ভর্তি আছেন। জনসাধারণের অবগতির জন্য হাসপাতাল থেকে সার্বক্ষণিক মাইকে সাধারণ ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি হলে হাসপাতালে না গিয়ে বাড়িতে চিকিৎসার জন্য প্রচার করার ফলে লোকজন চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছেন না বলে অনেকে মনে করছেন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, তারা সার্বক্ষণিক রোগীর সেবার জন্য কাজ করে যাচ্ছেন। করোনাভাইরাসের ভয়ে লোকজন সেবা নিতে হাসপাতালে যেতে চাচ্ছেন না। যারা আসছেন, চিকিৎসকরা তাদের সেবা দিচ্ছেন। অনেক রোগীই প্রতিদিন চিকিৎসকদের মোবাইল ফোনসহ অন্যান্য মাধ্যমে সেবা নিচ্ছেন।