লালমনিরহাটের চরে সেনাবাহিনীর মেডিকেল টিম

প্রকাশ | ৩১ মার্চ ২০২০, ০০:০০

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে সেনাবাহিনীর মেডিকেল টিম -যাযাদি
লালমনিরহাটে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জেলার তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলগুলোর মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ইউনিট। সোমবার সকাল থেকে জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর চর এলাকার গরিব মানুষদের চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প। এরপর সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীবেষ্টিত চর খাটামারী গ্রামের শতাধিক মানুষকে তারা স্বাস্থ্যসেবা দেন। রংপুর ৩৪ ইস্ট বেঙ্গল সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও সম্মিলিত সামরিক হাসপাতালের সহযোগিতায় এ চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে জানান ডা. মেজর কাওসার। এ সময় তিনি বলেন, লকডাউনের পরে প্রত্যন্ত এসব এলাকার লোকজন যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।