সামাজিক দূরত্ব চিহ্ন এঁকে দিল বিডি ক্লিন

প্রকাশ | ০২ এপ্রিল ২০২০, ০০:০০

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানের সামনে জনস্বার্থে বিডি ক্লিন পীরগঞ্জ শাখা সামাজিক দূরত্ব চিহ্ন এঁকে দিয়েছে। মঙ্গলবার তারা পীরগঞ্জ সদরের স্ট্যান্ড থেকে থানা পর্যন্ত জনগুরুত্বপূূর্ণ সড়কের দুই পাশের ছোট বড় সব দোকানের সামনেই এই চিহ্ন এঁকে দেন। উলেস্নখ্য, বিডি ক্লিন পীরগঞ্জ শাখার সদস্যদের অধিকাংশই শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরেই উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে আসছেন। করোনা প্রাদুর্ভাবের আশঙ্কায় তারা সামাজিক কাজে এগিয়ে এসেছেন। তাদের এ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। বিডি ক্লিন পীরগঞ্জ শাখার প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলী সবাইকে দুর্যোগকালীন সময়ে নিজ নিজ দায়িত্ব পালনসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি, জনসংযোগ নিরোধ বিধি মানাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। \হতিনি আরও বলেন, দিন এনে দিন খাওয়া মানুষের জন্য তারা বিত্তবানদের সহযোগিতায় খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন।