পুলিশের খাবার বিতরণ

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার আকবর আলী মুন্সীর তত্ত্বাবধানে অসহায়-দরিদ্রদের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের মোক্তারপাড়া মগড়া ব্রিজ পয়েন্ট, জয়নগর কালিবাড়ী সড়কে সামাজিক দূরত্ব অবলম্বল করে দরিদ্রদের বাড়িতে গিয়ে পুলিশ সুপার আকবর আলী মুনসীর পক্ষ থেকে খাবারের প্যাকেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল। বিতরণ করা খাবারের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবণ ও একটি করে সাবান। অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে। সামাজিক দূরত্ব অনুসরণের পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। সবাই যদি সচেতন থাকে তাহলে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব। জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।