সবাইকে সচেতন হয়ে দুর্যোগ মোকাবিলার পরামর্শ ভূমিমন্ত্রীর

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, 'মহামারি করোনাভাইরাসের আতঙ্কিত এখন সারা বিশ্ব। এই প্রাণঘাতী বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। তাই আপনারা নিজ নিজ ঘরে থাকুন, ঘরের পরিজনদেরও সুস্থ রাখুন। দলবল নির্বিশেষে সবাইকে আশপাশের দুস্থ, হতদরিদ্র সাধারণ মানুষের পাশে এগিয়ে আসতে হবে।' তিনি আরাও বলেন, আতঙ্কিত নয়, ঘরে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সচেতন হয়ে এটি মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ নির্বাচনী এলাকা আনোয়ারার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ, সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ চৌধুরী, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরো, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, মোহাম্মদ ইদ্রিছ, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুচ্ছফা, সাধারণ সম্পাদক আশীষ কুমার নাথ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু। পরে ভূমিমন্ত্রী উপজেলার ছৈয়দকুচাইয়া এলাকায় অগ্নিকান্ডের পুড়ে যাওয়া আট পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়াও তিনি উপজেলার চাতরী চৌমুহনী বাজার, বৈরাগ, বন্দর কমিউনিটি সেন্টার, বটতলী রুস্তমহাট, বারশত, রায়পুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের খোঁজখবর নেন।