হাতিয়ায় সামাজিক দূরত্ব মানছে না জেলেরা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছোট নৌকায় শতাধিক জেলের অবস্থান, কারো মুখে নেই মাস্ক, সামাজিক দূরত্ব সম্পর্কে কিছুই জানে না তারা। মঙ্গলবার বিকালে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে নৌ-বাহিনীর টহল দেওয়ার সময় দেখা একটি জেলে নৌকার চিত্র এটি। পরে সবাইকে সতর্ক করে দ্রম্নত বাড়িতে চলে যাওয়ার নির্দেশ দেন নৌবাহিনী দলের প্রধান লে. কমান্ডার শরিফ। নৌ-বাহিনীর একটি দল স্পিডবোর্ডে মেঘনা নদীতে টহল দেওয়ার সময় জাহাজমারা ঘাটের পাশে জেলে নৌকাটি দেখতে পায়। কাছে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক জেলে গাদাগাদি করে বসে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছে। পরে সবাইকে তীরে নামিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য নৌকার মাঝি জাহাজমারা ইউনিয়নের মো. হেলালকে (৫০) নির্দেশ দেয় নৌ-বাহিনী। একইদিন নৌবাহিনী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা জেলে পলস্নী, পশ্চিম চরচেঙ্গা জেলে পলস্নী ও জাহাজমারা কাটাখালী জেলে পলস্নীতে নদীতে নদীতে জেলেদের উদ্দেশে সচেতনতা মাইকিং করে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নৌবাহিনীর সদস্যরা চরাঞ্চলে জনসচেতনতামূলক প্রচারণা চালায়।