কোনো মানুষ না খেয়ে মারা যাবে না :মেয়র লিটন

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

বেনাপোল প্রতিনিধি
যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সব বিত্তবান মানুষদের অসহায়দের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা দিয়ে সাহয্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। সম্পদ স্থায়ী নয়। কখনো কখনো সম্পদের মালিকানা বদলে যায়। তিনি বলেন, আজ বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাসে মানুষ অসহায় হয়ে পড়েছে। ঘর থেকে ইচ্‌ছা থাকা সত্ত্বেও বের হতে পারছে না দিনমজুর মানুষরা। তাই জনগণের স্ব স্ব জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য আছে, সেই লক্ষ্যে কাজ করলে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। আজ মানুষ খুব অসহায়। বেনাপোল নিত্যহাট মার্কেটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় খাদ্র্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আমার পৌরসভার একটি পরিবারও যেন খাদ্যদ্রব্যের জন্য যেন কোনো চিন্তা না করে, আপনারা তাদের বুঝিয়ে বলবেন। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খাদ্যসামগ্রী বিতরণ করব।' মেয়র লিটন ও তার পরিবার সাড়ে চার হাজার পরিবারকে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি যুবলীগ, আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরাম ও ছাত্রলীগের ১২০ জন কর্মী দিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারকে এক সপ্তাহের খাদ্যসামগ্রী দেন। ৪০ টন খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ অন্যান্য পণ্য।