রংপুর মেডিকেল কলেজে পিসিআর কার্যক্রম শুরু

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজে (রমেক) করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিনের কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এর আগে সকালে এটির উদ্বোধন করেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. একেএম নুরুন্নবী লাইজু। রংপুর মেডিকেল কলেজ মাইক্রোলজি বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান জানান, বৃহস্পতিবার থেকে পিসিআর মেশিনে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। কিট এসেছে ২৪০টি। রংপুরের বিভিন্ন স্থান থেকে নমুনা এসেছে দুটি। এ মেশিনে নমুনা পরীক্ষায় কমপক্ষে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এ জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।