আখাউড়া-চিতলমারীতে পিপিই বিতরণ

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসকদের মধ্যে পিপিই বিতরণ করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসকদের জন্য ১৭টি পিপিই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমানের হাতে তুলে দেন। পিপিই বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম বলেন, 'প্রয়োজনের তুলনায় পিপিই পর্যাপ্ত নয়। আরও কিছু পিপিই দিতে চেষ্টা করা হবে। এদিকে চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে করোনা প্রতিরোধে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ৪০ সেট পিপিই প্রদান করেছেন বাগেরহাট বিএমএ'র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে এই পিপিই তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন ও চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিয়া অধিকারীসহ হাসপাতালে কর্মরত চিকিৎসকরা।