দুর্যোগে মানবিক পদক্ষেপ প্রশংসিত সাংসদ ইকবাল

প্রকাশ | ০৩ এপ্রিল ২০২০, ০০:০০

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে কর্মহীন মানুষকে ত্রাণ বিতরণ করেন সংসদস সদস্য ইকবাল হোসেন অপু -যাযাদি
করোনা দুর্যোগে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু তার নির্বাচনী এলাকায় নানা কর্মসূচি ও সচেতনেতামূলক মানবিক পদক্ষেপ গ্রহণ করে প্রশংসিত হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে। গত ১৮ মার্চ থেকেই সাংসদ অপুর নির্দেশে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলীয় অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা গোটা নির্বাচনী এলাকার পালং ও জাজিরা উপজেলার সর্বত্র করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে লিফলেট বিতরণ ও মাইকিং করে প্রচারণার কাজ শুরু করেন। ২২ মার্চের পর থেকে দলীয় নেতাকর্মীরা হাজার হাজার মানুষকে সেনিটাইজার ও মুখোশ বিতরণ শুরু করেন। একইসঙ্গে হাট-বাজার ও পাড়া-মহলস্নায় তরল জীবাণুনাশক ছিটানো কর্মসূচি শুরু করেন। দেশের কোথাও যখন করোনা দুর্যোগে স্বল্প আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়নি, ইকবাল হোসেন ব্যক্তিগত উদ্যোগে ২৭ মার্চ থেকেই প্রথম তার নির্বাচনী এলাকার জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নে আড়াই হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ২ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। \হইতোমধ্যে সাংসদ ইকবাল হোসেন অপু ঘোষনা দিয়েছেন, তার নির্বাচনী এলাকার একটি মানুষও যেন অভুক্ত না থাকে। তিনি দলীয় নেতাকর্মীদের মাধ্যমে খোঁজ নিয়ে কোন্‌ বাড়িতে, কোন্‌ লোকটি অনাহারে রয়েছেন তার বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবার থেকে এই কর্মসূচিটি শুরু করায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সাংসদ অপু ও আওয়ামী লীগ। এক বিশেষ সাক্ষাতে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, 'আমি প্রথমেই মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা ও সরকারের স্বাস্থ্য বিধি পালন করার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছি। সারা দুনিয়ায় যেভাবে করোনাভাইরাস গ্রাস করে ফেলছে, বাংলাদেশও এর বাইরে নয়। আমরা আলস্নাহর রহমত প্রার্থনা করছি।'