ফুলবাড়ীতে ২০ ঘর ভস্মীভূত

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নন্দিরকুটি গ্রামে বৃহস্পতিবার রাতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে সাতটি পরিবারের ২০টি ঘর পুড়ে যায়। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি স্থানীয়রা। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, উপজেলার নন্দিরকুটি গ্রামের মসলা ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুনে সৈয়দ আলী, তার ছেলে শহিদুল ও সাইফুলের ৩টি ঘর ও পাশের ফাতেমা বিবির বাড়ির ৩টি ঘর এবং আসবাবপত্র পুড়ে যায়। এদিকে সৈয়দ আলীর বাড়ির আগুন নেভানোর সময়েই তার জামাই আব্দুস ছালামের বাড়িতেও আগুন লাগার ঘটনা ঘটে। এতে ছালামের ৩, তার মা মহিরন বিবির ৩, ভাই নুরু মিয়ার ৩, প্রতিবেশী মজিদুলের ২ ও নজরুল ইসলামের ১টি ঘর পুড়ে যায়। \হএসব আগুনে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ডিএডি মনোরঞ্জন জানান, বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।