মাগুরায় করোনা প্রতিরোধে সভা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

মাগুরা প্রতিনিধি
মাগুরায় করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনা বাহিনীর ৫৫ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি। মতবিনিময়ে নিরাপদ দূরত্ব মেনে এসব বিভাগের ১১ কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরামর্শমূলক এ মতবিনিময়ে ব্রিগেডিয়ার জেনারেল বাকিসহ বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মেজর রাজু হোসেন, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাহবুবুর রহমান, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুন্ডু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান। মতবিনিময়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হাটবাজারের কেনাবেচা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, সাধারণ হাসপাতালের বাইরে করোনা রোগীদের জন্য পৃথক আইসোলেশনসমৃদ্ধ চিকিৎসাকেন্দ্রের সংখ্যা বাড়ানো, প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে যতদ্রম্নত সম্ভব প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা, ত্রাণ বিতরণে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ নানা সুপারিশ উঠে আসে। ব্রিগেডিয়ার জেনারেল বাকি সেনা বাহিনীর পক্ষ থেকে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আইসোলেশন বিভাগ ও মহিলা কলেজ এলাকার কোয়ারেন্টিন সেন্টার ঘুরে দেখেন। পাশাপশি মাগুরা হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন।