মাশরাফির উদ্যোগে ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা

প্রকাশ | ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের ন্যায় নড়াইল জেলার মানুষও আতংকের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। করোনা ভাইরাসের ভয়ে ছোট-খাটো বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও বাড়ি থেকে বের হতে না পেরে কষ্টে দিন কাঠাচ্ছেন তারা। এ সব অসহায় মানুষের কথা চিন্তা করে ভ্রাম্যমান মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। 'ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার' স্স্নোগানকে সামনে রেখে আজ রোববার থেকে জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে এক ভিডিও বার্তায় মাশরাফি নিজেই ঘোষণা দিয়েছেন। ভিডিও বার্তায় মাশরাফি বলেছেন, 'প্রিয় নড়াইলবাসী আসসালামু ওলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন রোববার ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আমরা মনে করছি খাদ্যদ্রব্য সরবরাহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এ জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভ্রাম্যমাণ টিমে দুটা মোবাইল নং থাকবে আপনারা যোগাযোগ করবেন।' এ সময় তিনি ডাক্তারদের ধন্যবাদ দেন এবং নড়াইলের সন্তান যারা ডাক্তারি পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন। জানা গেছে, যতদিন করোনাভাইরাসের সংক্রমণ থাকবে ততদিন এই মেডিকেল টিম এভাবে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে। উলেস্নখ্য, নড়াইলে মানুষের কথা চিন্তা করে নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নিজ উদ্যোগে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন গঠন করেছেন। এ ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি নিজে।