ত্রাণ দেওয়ার কথা বলে উধাও!

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ -যাযাদি
করোনা-মুহূর্তে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অঘোষিত লকডাউন ও মানুষকে ঘরে রাখতে সারাদেশেই সরকারিভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ত্রাণ দেওয়ার কথা বলে লোক জড়ো করে ত্রাণ না দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে। উপস্থিত লোকদের দাবি, তালিকায় নাম দেওয়ার কথা বলে আইডি কার্ড নিলেও ত্রাণ না দিয়ে কাউন্সিলর আত্মগোপন করেছে। রোববার সকালে শ্রীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ওয়ার্ড কাউন্সিলর অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন এমন সংবাদে সকাল সাড়ে ৯টা থেকে মাওনা চৌরাস্তার রিয়াজ সরকার সুপার মার্কেটে লোকজন জড়ো হতে থাকে। দুপুর ১২টা পর্যন্ত সেখানে প্রায় হাজার খানেক লোক সমবেত হয়। এত লোকের খবর পেয়ে ওই কাউন্সিলর ঘটনাস্থলে না এসে অন্যত্র সরে পড়েন। এদিকে করোনা-মুহূর্তে লোক সমাগমের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার, মেয়রসহ পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ব্যাপারে ওই ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইজ্জত আলী ফকির জানান, তিনি সরকারিভাবে সীমিত কিছু ত্রাণ পেয়েছেন যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। নতুন করে কাউকে ওই মার্কেটে ত্রাণ দেবেন এমন কথা বলেননি। এটা তার বিরুদ্ধে চক্রান্ত বলে তিনি জানান। শ্রীপুর থানার উপপরিদর্শক এখলাছ উদ্দিন জানান, লোক জড়ো হয়েছে এমন সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কয়েকশ মানুষকে বুঝিয়ে বাড়িতে পাঠান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীন জানান, দুপুরে লোক সমাগম সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে গিয়ে লোকজনকে বুঝিয়ে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। ইউএনও শেখ শামছুল আরেফীন জানান, এভাবে লোক জড়ো করার বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।