দশ টাকার চালে স্বস্তি তৃণমূলে

প্রকাশ | ০৬ এপ্রিল ২০২০, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন -যাযাদি
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে হতদরিদ্রদের জন্য ১০ টাকা মূল্যের সরকারি চাল বিক্রি শুরু হয়েছে। আমাদের অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল : বরিশাল নগরীর ৭টি পয়েন্টে হতদিরদ্র মানুষের মধ্যে ১০ টাকা মূল্যের চাল বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল থেকে এই চাল বিক্রি কার্যক্রম শুরু করে খাদ্য অধিদপ্তর। ৭টি স্পটে দুই টন করে মোট ১৪ টন চাল বিক্রি করা হয়েছে। জানা যায়, নগরীর চাঁদমারী এলজিইডি গেটসংলগ্ন চাল বিক্রির দায়িত্ব পালনকারী খাদ্য অধিদপ্তরের এএসআই মো. কামরুজ্জামান বলেন, প্রতিজনকে ৫ কেজি করে চাল দেওয়া হবে এবং সেই সঙ্গে যার কাছে চাল বিক্রি করা হচ্ছে তার নাম, ঠিকানাসহ বিস্তারিত পরিচয় লিপিবদ্ধ করা হচ্ছে। এদিকে নগরীর ৭টি পয়েন্টে চাল কেনার জন্য লম্বা লাইন দেখা গেছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, যতদিন দরকার ততদিন এ চাল বিক্রি অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পৌর এলাকার ১২টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১১টি ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে পৌর এলাকার ভাদুঘর বাজারে পৌরসভার চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব। রংপুর : রংপুর সিটি করপোরেশন এলাকার ১৫টি স্থানে রোববার সকাল থেকে চাল ও আটা বিক্রি কার্যকম শুরু হয়েছে। ১০ টাকা কেজি দরে চাল ও ১৮ টাকা কেজিতে আটা বিক্রি করা হচ্ছে। জেলার ১৫ জন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বরাদ্দকৃত এসব চাল ও আটা মজুত শেষ না হওয়া বিক্রি করা হবে। একজন ক্রেতা ৫ কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। বিক্রির স্থানগুলো হলো-নগরের শাপলা চত্বর, রেলওয়ে স্টেশন, মাহিগঞ্জ সাতমাথা, সিটিবাজার, কেন্দ্রীয় বাস টার্মিনাল, তাজহাট এরশাদনগর, শালবন মিস্ত্রিপাড়া, বাহারকাছনা মোড়, মডার্ন মোড়, দর্শনা মোড়, মীরগঞ্জ বাজার, চিলারঝাড়, সোডাপীর মোড়, সিও বাজার ও নজিরেরহাট। পটুয়াখালী :করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় এবং নিম্নবিত্ত পরিবারের জন্য পটুয়াখালীতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন মাঠে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলার ৮টি উপজেলায় ২২৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার ৮০ জন নাগরিককে ১০ টাকা করে প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল সরবরাহ করা হবে। এ সময় পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত উদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।